বিবিসির ১শ বছর, ব্রিটেনের রানির স্মারক মুদ্রা চালু
বিবিসির শতবর্ষ উপলক্ষে ৫০ পেনির মুদ্রায় রানি এলিজাবেথ-২। ব্রিটেনের রাজকীয় টাকশাল থেকে সোমবার (১৪ নভেম্বর) বিবিসির শতবষ উপলক্ষে একটি ৫০ পেনির স্মারক মুদ্রা উম্মোচন করা হয়েছে।
সংগ্রাহকদের জন্য এই মুদ্রাটির দাম রাখা হয়েছে ১১ পাউন্ড। বিশেষ সম্মাননা স্মারকটির মাধ্যমে বিবিসির খবরের মাধ্যমে বিশ্বজুড়ে পৌঁছানো ও শোগুলোর প্রতি সম্মান জানানো হয়েছে।
এই কয়েনে আছে রানি এলিজাবেথের একটি বিশেষ খোদাই করা ছবি। নতুন সব কয়েন থেকে একেবারেই এটি আলাদা। এই মুদ্রাগুলো তৈরি করা হয়েছিল রানি মারা যাবার আগেই।
ব্রিটেনের প্রয়াত রানির অসাধারণ চিত্রনের জন্য এই নতুন স্মারক মুদ্রা সংগ্রাহকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি করবে বলে আশা করছে রাজকীয় টাকশাল।
রানির ছবির অন্যপাশে খোদাই করা আছে ইনফর্ম, এডুকেট, এন্টারটেইন’। এই মূল্যবোধগুলো ১৯২২ সালে বিবিসি প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠাতা লড রিথ (তার পুরো নাম জন চালস ওয়ালশ্যাম রিথ, প্রথম ব্যারন রিথ নামেও পরিচিত) স্থাপন করেছেন।
ব্রিটেনের রাজকীয় টাকশালের কালেকটর সাভিসের পরিচালক রেবেকা মর্গান জানিয়েছেন, তাদের কোম্পানি বিবিসির ১০০ বছরে পৌঁছানো উপলক্ষে বিশেষ ৫০ সেন্ট তৈরি করতে পেরে আনন্দিত।
তিনি আরও বলেন, ‘সবসময় উপস্থিত ব্রিটিশ ইনস্টিটিউশন, যেটিকে বেশিরভাগ লোক ভালোবাসে, সেই বিবিসি আমাদের সংস্কৃতিতে প্রভাব বিস্তার করেছে এবং ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে অসাধারণ মুহূতগুলোর কটিকে সম্প্রচার করেছে।’
দ্য ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি নামের বিসিসি ১৯২২ সালের ১৮ অক্টোবর দেশের প্রধান ওয়্যারলেস তৈরিকারক একটি দল, তাদের মধ্যে রয়েছে মাকোনি-এদের মাধ্যমে যাত্রা শুরু করেছে। তারা ১৯২২ সালের ১৪ নভেম্বর থেকে প্রতিদিনের সম্প্রচার শুরু করেন।
বিবিসির মহাপরিচালক টিম ডেইভি জানিয়েছেন, জাতীয় এই সম্প্রচারমাধ্যমটি এই কয়েন বা স্মারক মুদ্রার মাধ্যমে সম্মানিত হয়েছে।
ওএফএস/এমএমএ/