লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে এ ঘটনা ঘটেছে। এসময় ইমরান খানের পায়ে গুলি লাগে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, ওয়াজিরাবাদে লংমার্চের সময় ইমরান খানকে লক্ষ্য করে এক অস্ত্রধারী গুলি চালিয়েছে। এতে তার ডান পায়ে গুলি লেগেছে।
ইমরান খান ছাড়াও এ হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানান তিনি। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় ইমরান খানেই পাশে ছিলেন পিটিআইয়ের নেতা ইমরান ইসমাইল। তিনি বোল টিভিকে বলেন, ইমরান খানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। কনটেইনারের সামনে থেকে হামলাকারী গুলি ছুড়েছে এবং একে-৪৭ দিয়ে গুলি চালাচ্ছিল বলে জানান তিনি।
পাকিস্তানি কয়েকটি টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায়, হামলার পরপরই ইমরান খানকে নিরাপত্তা দলের সহায়তায় গাড়িতে তুলে হাসপাতালে নেওয়া হচ্ছে। এসময় ব্যান্ডেজ দিয়ে তার পা বাঁধা অবস্থায় দেখা যায়।
এদিকে পিটিআইয়ের লংমার্চে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এসজি