খেরসন থেকে নাগরিকদের সরে যেতে রাশিয়ার আহ্বান
খেরসন পুনরুদ্ধারে ইউক্রেনে হামলার আশঙ্কায় সেখানকার নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া সমর্থিত নেতারা। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দখল করা ইউক্রেনের খেরসনের নাগরিকদের দ্রুত অন্যত্র যাওয়ার আহ্বান জানিয়েছেন রুশ-সমর্থিত নেতারা। শহরটি পুনরুদ্ধারে যেকোনো সময় ইউক্রেন সেনারা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শনিবার (২২ অক্টোবর) টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় বেসামরিক নাগরিকদের খেরসন শহর ত্যাগ করার আহ্বান জানায় আঞ্চলিক প্রশাসন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ইউক্রেনীয় বাহিনীর হামলার আশঙ্কা ও পরিকল্পনার কথা উল্লেখ করা হয় ওই বার্তায়। একই সঙ্গে নাগরিকদের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের জন্য নদীপথ অতিক্রম করতে নৌকা ব্যবহারেরও আহ্বান জানানো হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন যুদ্ধের প্রথম দিকেই দখল করে নেয় রাশিয়া। খেরসনসহ চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার নিয়ন্ত্রণে নিয়েছে পুতিন সরকার। বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনীর ক্রমাগত আক্রমণের মধ্যে অঞ্চলগুলোতে সামরিক আইন ঘোষণা করা হয়।
ইউক্রেনের হামলার কারণে খেরসনে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ও ৬০ হাজার বেসামরিক নাগরিককে নদী পথে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়। স্থানীয় নেতা ভ্লাদিমির সালদো বলেন, এটি একটি সমন্বয় প্রক্রিয়া এবং ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে।
এই অঞ্চল থেকে ২৫ হাজারের মতো মানুষ নদী পার হয়ে রাশিয়ার সীমান্তে গেছেন। বেসামরিক নাগরিকরা স্বেচ্ছায় যাচ্ছেন বলেও দাবি জানান রুশ সমর্থিত আরেক কর্মকর্তা। ওই কর্মকর্তা তার টেলিগ্রাম পোস্টে বলেন, ‘সবার আগে হলো জীবন। আমরা কাউকে কোথাও টেনে নিই না।’
এদিকে, ইউক্রেনীয় ও পশ্চিমা কর্মকর্তাদের দাবি, জোর করে বাসিন্দাদের রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। খেরসনের বাসিন্দাদের স্থানান্তরের প্রচেষ্টাকে প্রতিহত করার আহ্বান জানিয়েছে কিয়েভ। কিয়েভের অভিযোগ মস্কো বেসামরিক নাগরিকদের জিম্মি এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চায়।
এসএন