মিসরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১
মিসরের রাজধানী কায়রোর একটি গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫৫ জন আহত হয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় রবিবার (১৪ আগস্ট) সকালের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রবিবার কায়রোর উত্তর–পশ্চিমাঞ্চলের জেলা ইমাবায় অবস্থিত আবু সেফেইন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪১ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা হিসেবে অভিহিত করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই নিজের ফেসবুকে তিনি লিখেন, আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে দুর্ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছি। একই সঙ্গে আহতদের স্বাস্থ্যসেবার যাবতীয় দেখভালের জন্য বলেছি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, প্রার্থনা শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে ভয়ে লোকজন এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। এসময় অনেকে পদদলিত হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
এসজি/