মোদি-অমিত পালালেন বলে তৃণমূলের আক্রমণ
বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ সরকারের পতন এখন কেবল সময়ের ব্যাপার। এমন পরিস্থিতিতে বিহার সরকারের সংকটের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ তৃণমূলের।
মঙ্গলবার (৯ আগস্ট) তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন বিহার সরকারের সংকটের খবর ছড়িয়ে পড়তেই একটি টুইট করেন। নতুন টুইটের সঙ্গে তিনি তার চারদিন আগের টুইটটিও তুলে ধরেন।
টুইটে তিনি লিখেন, বিহারের রাজনৈতিক সংকটের পেছনের অন্যতম কারণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পালিয়ে গিয়েছেন। চারদিন আগেই তারা সংসদের বাদল অধিবেশন বন্ধ করে দিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১২ আগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও তা গতকাল ৮ আগস্ট শেষ করে দেওয়া হত। ডেরেক আগের যে টুইটটি নতুন টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন তাতে তিনি ৮ আগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করে মোদি সরকার পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন।
বিহারে এনডিএ জোট থেকে নীতীশ কুমারের পদত্যাগের খবরে তৃণমূল যে খুশি হয়েছে তা ডেরেকের টুইটেই স্পষ্ট। মঙ্গলবার বিহারের এনডিএ সরকারের পতনের প্রক্রিয়া নিশ্চিত হতেই কটাক্ষ করে বিজেপির বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে টুইট করেন তিনি।
তবে ডেরেকের কটাক্ষের জবাবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ২০২২ সালটা কাটতে দিন। তখন দেখবে কে কখন ও কোথায় পালিয়ে গেল। কে জোট ছাড়ল বা কী করল তাতে বিজেপির অগ্রগতি থামানো যাবে না। ২০২৪ সালের ১৫ আগস্ট নরেন্দ্র মোদিই লালকেল্লায় জাতীয় পতাকা তুলবেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসজি/