গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ১০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৪৪ জন আহত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) ইসরায়েলের সামরিক বাহিনী এ হামলা চালায়।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী থেকে পাওয়া হুমকির জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে। সেখানে বিশেষ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় বিকালে গাজা শহরের কেন্দ্রে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ারের অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল জাবারিসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।
গাজার বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক জিহাদ আল জাবারির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমাদের জনগণকে লক্ষ্য করে যুদ্ধ শুরু করেছে শত্রুরা। আমাদের দায়িত্ব জনগণকে রক্ষা করা। বিমান হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ১০০টির বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আল জাবারির ৫ বছরের শিশু কন্যাও রয়েছে। আহত ৪৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতা বাসাম আল-সাদিকে গ্রেপ্তার করে দখলদারবাহিনী। গ্রেপ্তারের জেরে বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এবার হামলা চালাল ইসরায়েলি সামরিক বাহিনী। এর ফলে আবারও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
এসজি/