কলম্বিয়ায় কারাগারে দাঙ্গা-আগুন, নিহত ৫১
দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার একটি কারাগারে কারাবন্দিদের মধ্যে দাঙ্গা ও তাদের দেওয়া আগুনে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৬ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) রাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তুলুয়ার আইএনপিইসি কারাগারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় কারাগার সংস্থা। খবর ওয়াশিংটন পোস্ট।
কারা সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্টেলানোস বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। কারাগারে দাঙ্গা পরিস্থিতি ছিল। বন্দিরা কারাগারের গদিতে আগুন দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগের মৃত্যু হয়েছে ধোঁয়ার কারণে। আহত ২৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনা কবলিত ওই কারাগারটিতে ১ হাজার ২৬৭ জন বন্দি ছিলেন। আর যে ব্লকে আগুন লাগে সেখানে মোট কারাবন্দি ছিলেন ১৮০ জন।
কারাগারটি কলম্বিয়ার ককা উপত্যকার শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র তুলুয়া শহরের অবস্থিত। কারাগারের বাইরে কারাবন্দিদের পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বন্দিদের মধ্যে সামান্য মারামারি হয় পরে তা পূর্ণ দাঙ্গায় পরিণত হয়। কর্তৃপক্ষের মতে, কারাগারে প্রায় ১২০০ জনকে রাখা হয়েছে, যা ধারণক্ষমতার ১৭ শতাংশ বেশি।
কাস্টেলানোস বলেন, আগুন এমন একটি এলাকায় ছড়িয়ে পড়ে যেখানে অন্তত ১৬০ জন বন্দি ছিলেন। বিল্ডিংটি পুরানো ছিল এবং ভেতরের লোকের সংখ্যার জন্য প্রয়োজনীয় অগ্নি-দমন ব্যবস্থা ছিল না।
আরএ/