মাইকোলাইভে রুশ হামলায় ইউক্রেনের ৪০ সেনা নিহত: মস্কো
ছবি: সংগৃহীত
পাঁচ মাস ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। আরও কয়েকটি শহর দখলে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের লড়াই চলছে।
মাইকোলাইভে রাশিয়ান সেনাদের হামলায় ইউক্রেনের ৪০ জনের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুন) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রবিবার ভিসুনস্ক গ্রামের কাছাকাছিতে রুশ সেনাদের হামলায় ইউক্রেনের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। বিভিন্ন এলাকায় ইউক্রেনের মোট ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করেছে রুশ সেনারা।
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবিগুলো স্বতন্ত্রভাবে যাছাই করতে পারেনি বলে প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
এদিকে রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। তবে এটি আবাসিক ভবনে আঘাতের বিষয়টি অস্বীকার করেছে মস্কো। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।
মস্কো বলছে, ইউক্রেন সম্ভবত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, এর একটি হয়তো আবাসিক ভবনে বিধ্বস্ত হয়েছে।
তবে এই হামলার জন্য রাশিয়ার ক্ষেপণাস্ত্রকে দায়ী করছে কিয়েভ। এই হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
এসজি/