ইউক্রেনে আগ্রাসনের পর প্রথমবার বিদেশ যাচ্ছেন পুতিন
ছবি: সংগৃহীত
বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এই প্রথম বিদেশ সফর করবেন তিনি। চলতি সপ্তাহে এশিয়ার দুই দেশ সফর করবেন পুতিন। দেশগুলো হলো- তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।
রবিবার (২৬ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘রসিয়া-১’- এর ক্রেমলিন সংবাদদাতা পাভেল জারুবিন এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
পাভেল জারুবিন বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন। এই দুই দেশ সফর শেষে তিনি মস্কোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে আলোচনায় বসবেন।
তিনি আরও বলেন, তাজিকিস্তান সফরকালে রাজধানী দুশানবেতে পুতিন দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি রাশিয়ার ঘনিষ্ট মিত্র। তুর্কেমেনিস্তান সফরকালে রাজধানী আশগাবাটে ক্যাস্পিয়ান দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিন। সম্মেলনে তিনি আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। পুতিনের নির্দেশে ইউক্রেনে স্থল, সমুদ্র ও আকাশপথে হামলা চালায় রুশ সেনারা। চলতি সপ্তাহে এই যুদ্ধ পঞ্চম মাসে গড়িয়েছে। ইউক্রেনের বেশ কিছু শহর দখলে নিয়েছে রাশিয়া। যুদ্ধে দুই দেশের বহু সেনা নিহত হয়েছেন। ইউক্রেন ছেড়েছেন কয়েক লাখ মানুষ।
যুদ্ধ শুরুর আগে চীন সফরে গিয়েছিলেন পুতিন। ফেব্রুয়ারির শুরুর দিকে বেইজিং সফর করেন তিনি। সফরে উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং-এর সঙ্গে বৈঠক করেন এবং অসীম বন্ধুত্বের ঘোষণা দেন পুতিন। এরপর দেশে ফিরেই সেনাবাহিনীকে ইউক্রেনে হামলার নির্দেশ দেন তিনি।
এসজি/