মিয়ানমার ছেড়ে থাই সীমান্তে শত শত মানুষ
মিয়ানমারের সেনাবাহিনী ও কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সংঘর্ষ থেকে জীবন বাঁচাতে শিশুসহ প্রায় আড়াই হাজার মানুষ থাইল্যান্ড সীমান্ত অঞ্চলে আশ্রয় নিয়েছে। থাইল্যান্ড সরকার এবং একটি দতব্য সংস্থার বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ।
এদিকে এবিসি নিউজ জানিয়েছে, সেনাবাহিনী ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে মায়ে সট শহরে এসে আশ্রয় নিয়েছে প্রায় ৭০০ মানুষ। থাইল্যান্ড ভিত্তিক অভিবাসী সংগঠন এইড এ্যালায়েন্স কমিটির ইয়ে মিন নামে এক কর্মকতার বরাত দিয়ে এবিসি জানায়,সীমান্তের থাইল্যান্ড অংশে ২,৫০৩ জন আশ্রয় নিয়েছে তাদের মধ্যে ৫৪৫টি শিশু রয়েছে।
তিনি আরও বলেন, থাইল্যান্ড সরকার এবং আমরা যৌথভাবে তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছি। আশ্রয় নেওয়াদের অধিকাংশই লে কে কো শহরের বাসিন্দা।
প্রসঙ্গত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত ফেব্রুয়ারিতে মিয়ানমার নেত্রী অং সান সু চি সরকারকে উৎখাতের পর কারেন বিদ্রোহী গোষ্ঠীর মতো এমন আরও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর তুমুল লড়াই হচ্ছে।
কেএফ/