হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬২
হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে ৬২ জনেরও বেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
কেপ-হাইতিয়েন শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৬২। শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। আহতদের জন্য রক্ত প্রয়োজন। পুরো পরিস্থিতিকে ‘গুরুতর’ উল্লেখ করে তিনি রক্তদানের জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, বিস্ফোরণের আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশিরভাগই যত দ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক মুখপাত্র জানান, জনগণের প্রতি রক্তদানের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় কর্মকতারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মঙ্গলবার সকালে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।
এসএ/