বড়দিনেও যুদ্ধবিরতি দেবে না রাশিয়া
আসন্ন বড় দিনেও ইউক্রেনে রাশিয়া যুদ্ধবিরতি দেবে না বলে হঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া জানিয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে ইউক্রেনে কোনো যুদ্ধবিরতির পরিকল্পনা তাদের নেই।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ একজন আমেরিকানসহ আরও কয়েক ডজন বন্দির মুক্তি দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, দুই পক্ষের মধ্যে কিছু যোগাযোগ রয়ে গেছে। তবে বর্তমানে যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনো আলোচনা চলছে না বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধ চলছে এবং বুধবার যুদ্ধের গোলা আবারও কিয়েভে পৌঁছেছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এরপর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বুধবার দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো নমনীয় পরিস্থিতি নেই। রাশিয়ার গোলাবর্ষণে পূর্বাঞ্চলীয় শহরগুলো ধ্বংসস্তুপের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘রুশ হামলার শিকার এসব শহরগুলোতে এখন কেবল ধ্বংসাবশেষ এবং গর্তগুলো থেকে যাচ্ছে।’
এসএন