ইউক্রেনে স্কুল ও আবাসিক ভবনে হামলা, নিহত ৩৩
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উত্তর-পূর্বে চেরনিহিভ শহরটি অবস্থিত। শহরের উত্তর দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে রাশিয়ান বাহিনী।
শুক্রবার চেরনিহিভের ডেপুটি মেয়র রেজিনা গুসাকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে চেরনিহিভের স্কুল এবং একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ আবাসিক এলাকায় হামলা চালায় রুশ বাহিনী।
চেরনিহিভ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ চাউস বলেন, চেরনিহিভ শহরের স্টারায়া পোদুসিভকা এলাকায় দুটি স্কুল এবং ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছে রাশিয়ান যুদ্ধবিমান। উদ্ধারকারীরা ওই এলাকায় কাজ করছে।
গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রুশ সেনারা। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
টানা নয়দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই পক্ষেরই হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। রুশ হামলার শুরুর পর জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের ১০ লাখের বেশি বেসামরিক নাগরিক।
এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের সামরিক লোকজনের পাশাপাশি প্রাণ হারিয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইউক্রেন বলছে, রাশিয়া সর্বাত্মক হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির অন্তত ৩৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
কেএফ/