রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালও ধ্বংস করে দিল ইসরায়েল  

ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসেও গাজায় ইসরায়েলের নৃশংস হামলা থামেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় একের পর এক নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল বিমান হামলায় সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল। তুরস্কের সহায়তায় নির্মিত এই হাসপাতালটি গাজার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ছিল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। খবর আনাদোলু ও আল-জাজিরার।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় ইসরায়েলের নিন্দা জানাচ্ছে আঙ্কারা। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েলের হিংস্রতা ও নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে। গাজাকে বসবাসের অযোগ্য করে তোলা এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাই ইসরায়েলের লক্ষ্য।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলের অবৈধ হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার মেডিকেল বিভাগও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫০৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৯০৯ জন।

যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় গাজার বাসিন্দারা আবারও প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন। ইসরায়েল নতুন করে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি বিমান থেকে আবাসিক এলাকাগুলোতে লিফলেট ফেলা হয়েছে, যাতে উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন শহর, গাজা সিটির শিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব প্রান্তের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজায় চলমান এই সংকটে মানবিক পরিস্থিতি ভয়াবহ। খাবার, পানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। ইসরায়েলের বাধার কারণে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় দিনের পর দিন অনাহারে-অর্ধাহারে কাটছে তাদের জীবন। প্রায় দুই দশক ধরে অবরুদ্ধ গাজাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত করেছে ইসরায়েল।

এই সংকটের মধ্যেই আবারও ইসরায়েলের আগ্রাসনের শিকার হয়েছে গাজা। মাত্র ৩৬৫ বর্গকিলোমিটারের এই ছোট ভূখণ্ডে ইসরায়েল পরিকল্পিত গণহত্যা চালিয়ে যাচ্ছে।

Header Ad
Header Ad

পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি দেশবাসীর প্রতি আন্তরিক শুভকামনা জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এই দিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়।”

তিনি বলেন, “মুঘল সম্রাট আকবরের রাজত্বে বাংলা নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। কৃষি কাজ সহজ করতে তিনিই বাংলা সনের প্রবর্তন করেন, যা পরবর্তীতে সকল বাঙালির ধর্মনিরপেক্ষ ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায়।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে আসুন, আমরা অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাই। ২০২৪ সালের গণ–অভ্যুত্থান একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। এটি আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা দেয়।”

নববর্ষ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করে দেশের সার্বিক মঙ্গল কামনায় বার্তাটি শেষ করেন প্রধান উপদেষ্টা।

Header Ad
Header Ad

সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

ছবি: সংগৃহীত

সারা দেশে সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাপরিচালক আ. ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা ফাউন্ডেশনের সব পরিচালক ও উপপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জুমার দিন ইসলামে সর্বোত্তম ও বরকতময় দিন। মহান আল্লাহর বাণী অনুসারে, “হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বর্জন কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে।” (সুরা জুমা, আয়াত ৯)।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়—কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। সময়ের এ বৈচিত্র্যের ফলে পথচারী ও ভ্রমণরত মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

এই সমস্যার সমাধানে এবং মুসল্লিদের সুবিধার্থে দেশের সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ বিভাগ ও জেলার আওতাধীন সব মসজিদে নির্ধারিত সময় অনুযায়ী জুমার নামাজ আদায়ের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Header Ad
Header Ad

আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, তারা নির্বাচিত নন, বরং নিঃসন্দেহে অনির্বাচিত। রোববার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহ উদ্দিন বলেন, “গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো পথে হাঁটছেন। নির্বাচনের কথা বলে দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি করছেন। এটা কি গণ–অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? আপনাদের অবশ্যই প্রতিদিন মনে করিয়ে দেওয়া হবে যে আপনারা অনির্বাচিত।”

তিনি অভিযোগ করেন, যখন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন কয়েকজন উপদেষ্টা পাঁচ বছরের জন্য দায়িত্ব চাওয়ার মতো বক্তব্য দিচ্ছেন, যা বিভ্রান্তিকর।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তিনি বলেন, “উনার বিরুদ্ধে অনেক মন্তব্য হয়েছে, উনি সেগুলো দেখেননি?” একইসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করে বলেন, “ফরিদা আপা বলেছেন, উনারা নির্বাচিত হয়েছেন। কীভাবে? গণ–অভ্যুত্থানের মাধ্যমে? তাহলে নির্বাচন কমিশন আছে কেন?”

সালাহ উদ্দিন আহমদ বলেন, “যদি রাস্তায় গণ–অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, সেটা জনগণের কামনা হতে পারে। কিন্তু তা হলেও আপনারা একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারেন না।”

তিনি আরও বলেন, কবি–চিন্তক ফরহাদ মজহার সম্প্রতি বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না—এ মন্তব্যেও বিস্ময় প্রকাশ করেন সালাহ উদ্দিন।

তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন, ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ফিরে পেতে এই জাতি যে ত্যাগ স্বীকার করেছে, তার কী মূল্য রইল? আপনারা কি অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ দিচ্ছেন?”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তি। কিন্তু নির্বাচন নিয়ে আপনার বক্তব্যে বারবার পরিবর্তন জাতি ও আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।”

সালাহ উদ্দিন বলেন, “আমাদের সঙ্গে বৈঠকে আপনারা নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশনও বলেছে তারা জুনের মধ্যে প্রস্তুত হবে। তাই আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশা করি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। একই অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের নাম পরিবর্তন করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ ঘোষণা করা হয়। শেখ রফিকুল ইসলামকে চেয়ারম্যান এবং আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান