শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

কেট মিডলটন। ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ক্যাথরিন বলেছেন, অবিশ্বাস্য কঠিন কয়েকটি মাস পার করার পর এটি তার কাছে ছিল একটি ‘বিশাল ধাক্কা’। সেই সঙ্গে একটি ইতিবাচক বার্তাও দিয়েছেন ক্যাথরিন। বলেছেন, আমি ভালো আছি এবং প্রতিদিন আরও শক্তি পাচ্ছি।

৪২ বছর বয়সী কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বড় ধরনের দুঃসংবাদ। ব্রিটিশ রাজপরিবারে রাজা চার্লসও ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। শুক্রবারের ঘোষণার আগে রাজা এবং রানিকে ক্যাথরিনের স্বাস্থ্যের খবর জানানো হয়েছিল।

গত জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সে সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছুজানানো হয়নি। অবশ্য ক্যান্সারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কেনসিংটন প্যালেস থেকে বলা হয়েছে, ক্যাথরিন ক্যান্সার থেকে সম্পূর্ণসুস্থ হবেন এটি নিশ্চিত। ক্যাথরিনের বিবৃতিতে বলা হয়েছে, গত জানুয়ারিতে যখন তার পেটে অস্ত্রোপচার হয়েছিল। তখন ক্যান্সার ধরা পড়েনি। তবে অপারেশনের পর পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। তার মেডিকেল টিম তাই পরামর্শদিয়েছে যে, তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির কোর্সকরানো উচিত এবং তিনি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে তার কেমোথেরাপি শুরু হয়েছে। প্রাসাদ থেকে বলা হয়েছে, ক্যান্সারের ধরন ও চিকিৎসার মতো ব্যক্তিগত বিষয় প্রকাশ করা হবে না। ক্যাথরিন বলেছেন, তিনি এই মুহূর্তেক্যান্সার আক্রান্ত সবার কথা ভাবছেন। তিনি বলেন, এই রোগে আক্রান্ত প্রত্যেকের জন্য পরামর্শ, পরিস্থিতি যাই হোক না কেন, দয়া করে বিশ্বাস বা আশা হারাবেন না। আপনি একা নন।

Header Ad
Header Ad

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল

নায়িকা নিপুণ। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (১০ জানুয়ারি) চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন এবং তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি লন্ডনগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্টসহ অন্যান্য নথি পরীক্ষা-নিরীক্ষার পর তার লন্ডনগামী ফ্লাইটটি বাতিল করা হয়। তবে এনএসআই কী কারণে আপত্তি তুলেছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, "এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।"

 

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের খবরে শোবিজ অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Header Ad
Header Ad

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান। তিনি লিখেছেন, "আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরিবহন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।"

তারেক রহমান আরও বলেন, "আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।"

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) লন্ডনে যান বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা শুরু হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালের জুলাইয়ে সর্বশেষ লন্ডন সফর করেছিলেন। এরপর দীর্ঘ সাত বছর পর এবার তিনি বিদেশ সফর করলেন। তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।

Header Ad
Header Ad

টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য সম্ভাব্য ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত করা হয়েছে। যদিও অতীতে বাংলাদেশের আর্থিক দুর্নীতির মামলার তদন্তের প্রেক্ষিতে টিউলিপের ওপর পদত্যাগের চাপ বাড়লেও প্রধানমন্ত্রী স্টারমার তাকে সমর্থন দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক থাকার কারণে টিউলিপকে তার পদ থেকে সরানোর প্রেক্ষিতে নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আলোচনা চলছে। সোমবার টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের জন্য মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজারের কাছে প্রকাশ্যে আহ্বান জানানোর আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রী স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা থাকার কথা বললেও অভ্যন্তরীণ সূত্র মতে, কেয়ার স্টারমারের ঘনিষ্ঠরা টিউলিপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে বিকল্প প্রার্থীদের বিবেচনা করছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য হিসেবে ট্রেজারি এবং অর্থনীতিবিষয়ক দায়িত্বে আছেন। তবে বাংলাদেশের একটি পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৪০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ তাকে চাপে ফেলেছে। যুক্তরাজ্যের টোরি এমপিরা তার পদত্যাগ দাবি করেছেন এবং সম্পত্তির বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপ একটি ফ্ল্যাট উপহার পেয়েছিলেন, যা তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই ফ্ল্যাট থেকে প্রতি বছর ৯০ হাজার পাউন্ড আয় করছেন তিনি। এ বিষয়টি টিউলিপের রাজনৈতিক অবস্থানকে আরও সংকটে ফেলেছে।

যদিও টিউলিপ তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং তদন্ত আহ্বান করে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে পরিস্থিতি তাকে পদত্যাগের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম