ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা উসকে দিয়েছে: এরদোয়ান
ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আঙ্কারায় এক ভাষণে বলেছেন, ইউক্রেনে রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর বেশ কয়েকটি দেশ অস্ত্র প্রতিযোগিতায় প্রবেশ করেছে।
তিনি বলেন, আমরা নিরাপত্তা ধারণায় আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। উদাহরণ স্বরূপ বলা যায়, পাঁচ থেকে ১০ বছর আগে তারা প্রতিরক্ষা ব্যয়কে অপচয় এবং রাষ্ট্রীয় বাজেটের বোঝা হিসেবে বিবেচনা করতো।
তিনি বলেন, তুরস্ক এমন একটি দেশ যারা খুব তাড়াতাড়ি ঝুঁকি উপলব্ধি করেছে এবং তাদের প্রতিরক্ষা সম্ভাবনায় বিনিয়োগ শুরু করেছে।