ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আইনের ঊর্ধ্বে নয় : জর্জিয়া
ছবি: সংগৃহীত
আত্মরক্ষা ও স্বার্বভৌমত্বের অধিকার ইস্যুতে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানী রোমে নিজের রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ ইসরায়েলের মূলভূখণ্ডে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর আমরা তেলআবিবের পক্ষ নিয়েছি-এটি সত্যি; তবে তেলআবিবকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে নিজের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে গাজায় বেসামরিক মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’ খবর আনাদোলু
সশস্ত্র গোষ্ঠী হামাস নির্মূলে ইসরায়েলি বাহিনী গত আড়াই মাস গাজা উপত্যকায় যে হারে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে তা নাড়া দিয়েছে আন্তর্জতিক সম্প্রদায়কে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের কয়েকটি পশ্চিমা মিত্র ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের পাশাপাশি টেকসই যুদ্ধবিরতির দাবিতে সরব হয়ে উঠেছে।
এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযান গাজায় অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের অবৈধ বসতিতে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী।
ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১২ হাজারেরও বেশি।
অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি, ইসরায়েলের ভূখণ্ড থেকে ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের ধরে নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।