শেষ বিদায়ে পোপ ষোড়শ বেনেডিক্ট
ইংরেজি নববর্ষের আগের রাত, ৩১ ডিসেম্বর যখন পুরো বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাতে নেমেছে, সেদিন ভোরে মারা যান পোপ ষোড়শ বেনেডিক্ট।
৯৫ বছর বয়সে চলে গেলেন খ্রিস্টানদের এই সাবেক প্রধান ধর্মগুরু ও প্রধান ধর্ম শিক্ষাবিদ। তারও এক দশক আগে তাকে পদত্যাগ করতে হয়েছে শারীরিক অসুস্থতার জন্য।
ভ্যাটিকান তাদের সাবেক পোপের ছবিগুলো প্রকাশ করেছে রবিবার (১ জানুয়ারি)। চিরদিনের শেষ যাত্রায় তিনি লাল মখমলের আলখাল্লার ধর্মীয় পোশাকটি পরে আছেন। তার মাথায় আছে বিশপদের পরিধেয় সুউচ্চ টুপি। পায়ে কালো জুতো।
সারা বিশ্বের সর্বত্র থেকে সাবেক পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের জন্য শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। আরও অনেকদিন শ্রদ্ধাঞ্জলি পাবেন তিনি।
হাজার, হাজার, লাখ, লাখ ভক্ত বিশ্বের নানা প্রান্ত থেকে তার শোকযাত্রায় সমবেত হবেন বলে আশা প্রকাশ করেছে ভ্যাটিকান। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের পারলৌকিক ক্রিয়াগুলো সম্পন্ন করা হবে।
তার পারলৌকিক ক্রিয়া সম্পন্নে নেতৃত্ব দেবেন বর্তমান পোপ ফ্রান্সিস। খ্রিস্টান পোপদের ইতিহাসে প্রথম সাবেক প্রধানের আত্মার শান্তি কামনার সদগতি করবেন বর্তমান পোপ।
ভ্যাটিকান জানিয়েছে, এই সেবাকর্ম হবে সামান্য, সাধারণ, ধর্মীয় আচারের সঙ্গে অনুষ্ঠিত হবে এবং হবে সংযমী, গম্ভীর ও কোমল।
পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের মৃতদেহ তিনটি দিন ধর্মীয় গাম্ভীযের সঙ্গে সেন্ট পিটারসের বাসিলিয়াতে রাখা হয়েছে, যাতে ধর্মপ্রাণ খ্রিস্টভক্তরা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বেনেডিক্টকে দেখতে পারেন ও তার জন্য প্রার্থনা করতে পারেন।
তার পারলৌকিক ক্রিয়াগুলো সম্পন্ন করা হবে সেন্ট পিটারর্স স্কয়ারে।
এরপর পোপ এমিরেটাসকে চিরকালের জন্য শেষ বিদায় জানানো হবে দ্যা টমস বেনেথ দ্যা বাসিলিয়াতে। এর আগে শেষ ‘পেপাল’ নামের বিশেষ পারলৈকিক ক্রিয়া সম্পন্ন করেছে ভ্যাটিকান-তাদের পেপ জন পল-২’র জন্য।
তিনি ১৯৭৮ সালের ১৬ আগস্ট থেকে ২ এপ্রিল ২০০৫ সাল পর্যন্ত পোপ ছিলেন। পোপ হিসেবে মৃত্যুবরণ করা দীর্ঘকালের প্রধান খ্রিস্টান ধমযাজক জন পল ইতিহাসের অন্যতম খিস্টান সমাবেশের মাধ্যমে পরকালে যাত্রা করেছেন। আনুমানিক ৪০ লাখ মানুষ রোমে এসেছেন তার শোকে।
এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্টের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কী, কী এখনো পরিষ্কার নয়। তবে হাজারো রীতি, নিয়ম ও ঐতিহ্য একজন পোপের জন্য পালন করতে হয় তার শেষ যাত্রায়। বেশিরভাগই নতুন পোপের দায়িত্বগ্রহণের আনুষ্ঠানিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
তবে এমিরেটাস পোপ তার শেষ যাত্রাকে সাদামাটা করতে নির্দেশ প্রদান করেছেন বলে একের পর এক সমবেত সাংবাদিকদের জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাতেও ব্রুনি।
এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্টের শেষ যাত্রায় সম্মানিত অতিথি হিসেবে কারা থাকবেন, তাদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে ভ্যাটিকান জানিয়েছে, তাদের মধ্যে ইতালি ও তার জন্মভূমি জার্মানির গণ্যমান্য অতিথিরা থাকবেন।
ওএফএস/