৩৪ কোম্পানির শ্যাম্পুতে ক্যানসার সৃষ্টিকারী বেনজিন
আরও ৩৪টি কোম্পানির ড্রাই শ্যাম্পুতে ক্যানসার সৃষ্টিকারী বেনজিনের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এসব কোম্পানির শ্যাম্পুতে সর্বোচ্চ ৭০ শতাংশ বেনজিনের উপস্থিতি দেখা গেছে।
এ তথ্য প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বাজার থেকে প্রসাধনী তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে একটি নাগরিক পিটিশন পাঠানো হয়েছে। এতে ল্যাব বর্ণনা করেছে যে ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের ১৪৮ ব্যাচের শুকনো শ্যাম্পু পণ্যের মধ্যে ৭০ শতাংশ পর্যন্ত বেনজিন পাওয়া গেছ।
‘নট ইওর মাদার’স’ নামে একটি জনপ্রিয় শ্যাম্পু প্রস্তুতকারক কোম্পানির ড্রাই শ্যাম্পুতে সবচেয়ে বেশি পরিমাণ বেনজিন পাওয়া গেছে। এ ছাড়াও ‘বাতিস্ত’, ‘সান বাম’-এর মতো কয়েকটি কোম্পানির ড্রাই শ্যাম্পুতেও এ ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি তাদের শ্যাম্পু বিক্রি বন্ধ করে দিয়েছে।
এফডিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড্রাই শ্যাম্পু’তে বেনজিন ছাড়াও প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়। এগুলো পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত পদার্থের মধ্যে অশুদ্ধি হিসেবে মিশে থাকে বেনজিন। যা বিভিন্ন গুরুতর রোগের কারণ হতে পারে। এমনকি মরণরোগ ক্যানসারও সৃষ্টি করতে পারে।
এদিকে ৩৪টি কোম্পানির নাম জানা যায়নি। তবে কী পরিমাণে এ উপাদান ওই শ্যাম্পুগুলোতে পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে না বললেও, সহনীয় মাত্রার চেয়ে বেশি ছিল বলেই জানিয়েছে এফডিএ।
এর আগে, এক নোটিশে ইউনিলিভারের ডাভ, নেক্সাস, সুঅভ ও টিগি ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পুর মধ্যে বেনজিনের উপস্থিতি শনাক্তের বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে এসব ব্র্যান্ডের শ্যাম্পু বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বানও জানায় এফডিএ।
এসএন