কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি
কানাডায় ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমি ধসের সৃষ্টি হয়েছে। এজন্য দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বন্যা এবং ভূমিধসের কারণে ব্রিটিশ কলম্বিয়ার বেশ কয়েকটি প্রধান সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকে গাড়ি নিয়ে মাঝ রাস্তায় আটকা পড়েছেন। এর পাশাপাশি প্রদেশটিতে খাদ্যের অভাব দেখা দিয়েছে।
কাতার সংবাদ সংস্থা আল-জাজিরা সূত্রে জানা গেছে, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের ধারণা, আগামী দিনে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বুধবার ফেডারেল জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার আল-জাজিরাকে বলেন, বন্যা বা ভূমিধসের কবল থেকে মানুষদের বাঁচাতে কাজ করবে সামরিক বাহিনী। ইতিমধ্যে একটি হাইওয়ে থেকে আটকা পড়া প্রায় ৩০০ জনকে সরিয়ে নিয়েছে সামরিক হেলিকপ্টার।
এ ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওয়াশিংটনে বলেছেন ‘মুষলধারে বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা হয়েছে, যা জনজীবনকে ব্যাহত করেছে। পশ্চিমাঞ্চলীয় প্রদেশজুড়ে মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমি জনগণকে জানতে চাই, ফেডারেল সরকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘মানুষকে সমর্থন করার জন্য আমরা কানাডিয়ান সশস্ত্র বাহিনীর মতো বিভিন্ন সংস্থান পাঠাচ্ছি। তবে এই চরম বিপর্যয়ের পর আমরা পরিষ্কার এবং পুননির্মাণের কাজ করব।’
এদিকে বন্যার কারণে ভ্যাঙ্কুভার থেকে ১৬০ কিলোমিটার পূর্বে হোপ শহরের বেশ কয়েকটি শহর সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানেও খাবার সংকট দেখা দিয়েছে।
এসআইএস/এমএমএ