ইসরায়েলি বাহিনীর হাতে ৬ ফিলিস্তিনির মৃত্যু
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৯ জন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সংশ্লিষ্ট ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে। সেখানে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের পরে সহিংসতা শুরু হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘নাবলুসে ইসরায়েলি বাহিনীর হাতে তিন জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর’। ফিলিস্তিনি স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নিরস্ত্র নাগরিকও ছিলেন।
পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন মারা গেছেন বলে জানায়। কেন্দ্রীয় পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দফতর রামাল্লায় এ ঘটনা ঘটে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী বলে যে, তাদের বাহিনী নাবলুসে কাজ করছে। তবে এ ঘটনার বিশদ কিছু বলেনি তারা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নাবলুসে জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন জরুরি বন্ধ করার দাবি জানিয়েছেন বলে তার মুখপাত্র নাবিল আবু রুদেনেহ এক বিবৃতিতে বলেছেন।
ইসরাইলি বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাবিল আবু রুদেনেহ বলেন, ‘এ সবের হামলার বিপজ্জনক এবং ধ্বংসাত্মক পরিণতি হবে।
আরএ/