আবারও যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রে একটি শপিংমলের ফুডকোর্টে বেসামরিক এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গ্রিনউড পুলিশের প্রধান জিম আইসন এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রিনউড পুলিশ প্রধান আইসন জানান, রবিবার সন্ধ্যায় গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিনজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, ওই শপিংমলে আসা বৈধ অস্ত্রধারী এক নাগরিক সাহসের সঙ্গে অতি দ্রুত ওই বন্দুকধারীকে থামাতে সক্ষম হন। ২২ বছর বয়সী ওই বেসামরিক নাগরিক এ ঘটনায় নায়কোচিত ভূমিকা পালন করেছেন।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বন্দুকধারী একাই ছিলেন। তার সঙ্গে একটি রাইফেল, গোলাবারুদ ও বেশকয়েকটি ম্যাগজিন ছিল। তবে পুলিশ বন্দুকধারী ও তাকে থামিয়ে দেওয়া ওই নাগরিকের নাম পরিচয় জানাতে পারেনি। এদিকে ওই শপিংমলের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সর্বশেষ এই হামলার মতো প্রায় সব সহিংসতার ঘটনায়ই প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকে। গান ভায়োলেন্স আর্কাইভ-এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার কারণে বছরে প্রায় ৪০ হাজার মানুষের প্রাণহানি হয়ে থাকে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। একের পর এক বন্দুক হামলার ঘটনার পর সম্প্রতি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে দেশটিতে একটি আইসও পাস করা হয়েছে।
এসএন