শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু
শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে বৈঠকে বসতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। শনিবার (১৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির নাগরিকদের মধ্যে সামান্য স্বস্তির খবর হলো জ্বালানিবাহী একটি জাহাজ পৌঁছেছে সেখানে।
দেশ ছেড়ে পালানো সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র শুক্রবার গ্রহণ করেছে পার্লামেন্ট। শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপ যান। সেখানে অবস্থানরত শ্রীলঙ্কার নাগরিকরা তাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন। এরপর সেখান থেকে থেকে সিঙ্গাপুর পৌঁছে পদত্যাগপত্র পাঠান গোটাবায়া। বিক্ষোভকারীরা বাসভবনে ঢুকে পড়ার কিছুক্ষণ আগে সেখান থেকে বেরিয়ে যান তিনি।
এর আগে শুক্রবার দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন সাত দিনের মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই অনুযায়ী নতুন প্রেসিডেন্ট নির্বাচনে এক সপ্তাহ সময় পাচ্ছেন আইনপ্রণেতারা। এই সময় পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রাজাপাকসের ঘনিষ্ঠ, ছয় বারের প্রধানমন্ত্রী এবং নিজ দলের একমাত্র পার্লামেন্ট সদস্য রনিল বিক্রমাসিংহে।
এদিকে বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ চায়। তবে শুক্রবার তাকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল। ফলে তিনি নির্বাচিত হলে আবারও বিক্ষোভ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
দুই কোটি ২০ লাখ মানুষের দেশটিতে জ্বালানির জন্য দিনভর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় আমদানি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া গত মাসে মুদ্রাস্ফীতি ৫৪.৬ শতাংশে পৌঁছায়।
জ্বালানিমন্ত্রী কাঞ্চনা ভিজেসেকারা জানান, শনিবার জ্বালানির তিনটি চালান হাতে পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। গত তিন সপ্তাহের মধ্যে এবারই প্রথম এসব জ্বালানির চালান দেশটিতে পৌঁছেছে। শনিবার ডিজেলের আরেকটি চালান পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার পৌঁছাবে পেট্রলের চালান। মন্ত্রী জানান, ‘তিনটি চালানের মূল্য পরিশোধ হয়ে গেছে।
এসএন