পাকিস্তানে ভারী বর্ষণে বন্যায় ২৭ জনের মৃত্যু
পাকিস্তানে ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যায় দুই দিনে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার থেকে সোমবার পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে। সেই সঙ্গে দুই দিনে বন্যার পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
করাচি পুলিশ এবং উদ্ধারকারী কর্মকর্তারা জানায়, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে এখনও নিমজ্জিত রয়েছে অনেক এলাকা।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA) এবং সিন্ধু পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই থেকে সপ্তাহব্যাপী বর্ষণে ৪৯ জন মারা গেছে। এর মধ্যে শুধুমাত্র করাচিতেই ৩১ জন।
তথ্যমতে আরও জানা গেছে, গত ৪ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত মোট ২৬ জন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। তার মধ্যে করাচিতেই মারা যান ১৮ জন।
পুলিশ আরও জানায়, বন্যার পানিতে ডুবে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও করাচিতে চারজন দেয়াল ধসে মারা যান।
এদিকে দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার আবারও বৃষ্টি হয়ে চারদিন (রবিবার) পর্যন্ত স্থায়ী হতে পারে। সিন্ধু ও বেলুচিস্তানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে তারা।
এ জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রবল বৃষ্টিপাতের ফলে আসন্ন হুমকি মোকাবেলায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে বলেছেন স্থানীয় কর্তৃপক্ষকে। সিন্ধু, বেলুচিস্তান এবং দক্ষিণ পাঞ্জাব সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ প্রদেশ।
এসআইএইচ