শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই
চরম অর্থনৈতিক সংকটের জেরে সাধারণ জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আগামী ২০ জুলাই নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেওয়ার দুইদিন পর এই ঘোষণা এসেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
সোমবার (১১ জুলাই) এক বিবৃতিতে মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা বলেন, আগামী ১৫ জুলাই থেকে পুনরায় পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। আর ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর পরদিন অর্থাৎ ২০ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সোমবার রাজনৈতিক দলের নেতারা বৈঠকে দেশের জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সংবিধান অনুযায়ী নতুন সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে একমত পোষণ করেছেন। ক্ষমতাসীন দল জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরা পদত্যাগ করতে রাজি।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। খাবারের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি সংকটের কারণে গত মার্চ থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভের জেরে মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত ছিল। শনিবার প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে পড়েন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে সম্মত হয়েছেন তারা।
সূত্র: বিবিসি
এসজি/