শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারতও
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বাংলাদেশের পাশাপাশি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গসহ কলকাতাও। তবে এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার(২৬ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে কলকাতায় এ ভূমকম্পন অনুভূত হয়। কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। এ ছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ইউএসজিএস আরো জানায়, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে ভূকম্পনের সৃষ্টি হয়। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১ ছিল।
/এসআইএইচ/এসএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)