মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারতও

বাংলাদেশের পাশাপাশি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গসহ কলকাতাও। তবে এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার(২৬ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে কলকাতায় এ ভূমকম্পন অনুভূত হয়। কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। এ ছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ইউএসজিএস আরো জানায়, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে ভূকম্পনের সৃষ্টি হয়। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১ ছিল।

/এসআইএইচ/এসএ/

Header Ad
Header Ad

‘সেভ দ্যা চিলড্রেনের’ প্রকল্প পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার  

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জে এনজিও সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়ের (৬২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের টানবাজারের সাহাপাড়া এলাকার নিজ  ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার কর হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,  নিহত উৎপল রায়ের দুই ছেলেসন্তানের একজন প্রবাসে থাকেন। অন্য ছেলে উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক। তার বাসায় কাজ করেন বন্দর এলাকার এক নারী গৃহপরিচারিকা। সোমবার সন্ধ্যার পর ওই নারী বাসায় ঢোকেন। রাত ৯টার মধ্যে তিনি বের হয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। 

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Header Ad
Header Ad

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স  

ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

বইমেলার স্টলে ভাঙচুর: দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার  

ছবিঃ সংগৃহীত

ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামে একটি স্টল ভাঙচুর করেছেন ‘তৌহিদী জনতা’র নামে একদল লোক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা একুশে বইমেলায় একটি বইয়ের দোকানে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় দেয়। এই ধরনের সহিংসতা এই মহান বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার সমর্থনে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণ করে।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। পুলিশকে মেলায় নিরাপত্তা জোরদার করার এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো দেশে যে কোনো ধরনের গণ সহিংসতার ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে।

এর আগে সন্ধ্যায় ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, বিষয়টি নিয়ে বাংলা অ্যাকাডেমির সঙ্গে কথা বলেছি। তাদের দ্রুত ঘটনা জানাতে বলেছি, কারণ পুরো ঘটনা এখনো জানি না। বইমেলা খুবই পবিত্র জায়গা, তার পবিত্রতা আমরা রাখতে চাই।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘সেভ দ্যা চিলড্রেনের’ প্রকল্প পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার  
সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স  
বইমেলার স্টলে ভাঙচুর: দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার  
শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে  
অল্প বয়সেই চুল পাকছে? জেনে নিন কার্যকর সমাধান
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করবে বাংলাদেশ : সিমন্স
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার আটক
এই মুহুর্তে কোন স্থানীয় নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন: আহমেদ আযম খান
৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেকেই ব্রিটজকের বিশ্বরেকর্ড
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে সরকার
ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২
বেনজীরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইকবাল গ্রেফতার
ভ্যালেন্টাইনস ডে পালন বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানকে প্রত্যাহার
স্বামীর টাকায় ঘুষ দিয়ে চাকরি পেয়েই ডিভোর্স দিলেন স্ত্রী
গাজীপুরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক, ফাঁকা বাড়িঘর ঝুলছে তালা
রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবহেলার কারণে কেউ হজে যেতে না পারলে দায় এজেন্সিকেই নিতে হবে: ধর্ম উপদেষ্টা
আমরা অফিশিয়ালি কোনো প্রার্থী ঘোষণা করিনি: জামায়াত আমির