আল-জাজিরা বন্ধে ইসরায়েলে আইন পাস
ছবি: সংগৃহীত
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা নিষিদ্ধে আইন পাস করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি পার্লামেন্টে এই আইন পাস হয়।
এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, পার্লামেন্টের ভোটাভুটিতে ৭০-১০ ভোটে আইনটি পাস হয়েছে। আইনটি পাস হওয়ার ফলে বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি করতে পারবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আইন অনুযায়ী ইসরায়েলে বিদেশি চ্যানেলও বন্ধ করতে পারবে কর্তৃপক্ষ।
আইনটি পাসের পর ইসরায়েলে আল-জাজিরা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।
সোমবার এক এক্স পোস্টে তিনি লেখেন, আল-জাজিরা সক্রিয়ভাবে গত ৭ অক্টোবরের হত্যাকাণ্ডে অংশ নিয়ে ও সেনাদের বিরুদ্ধে উসকানি দিয়ে ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করছে। আমি নতুন আইন অনুযায়ী দ্রুত এই চ্যানেলের কার্যক্রম বন্ধের পদক্ষেপ নেব।