ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার (১৮ জানুয়ারি) কিয়েভের পাশের শহর ব্রোভারিতে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তিনজন শিশুও নিহত হয়েছে। এ ছাড়া আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কির সঙ্গে হেলিকপ্টারটিতে আরও ৮ জন ছিলেন। এ ছাড়া প্রথম উপমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবও দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
ইউক্রেনের পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবার অধীনে ছিল।
কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ব্রোভারিতে ট্র্যাজেডিতে ২৯ জন আহত হয়েছেন। আর নিহত হয়েছেন ১৮ জন।
দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। স্কুলভবন থেকে শিশু ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ একটি জ্বলন্ত ভবনের বাইরে পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার সময় জায়গাটি অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।
এসজি