পাপুয়া নিউগিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প
পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে। এতে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিরও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় শহর কাইনান্তু থেকে ৬৭ কিলোমিটার দূরে রবিবার সকালে এটি আঘাত হানে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সেন্টার থেকে জানানো হয়, এ ভূমিকম্পের গভীরতা ৬১ কিলোমিটার।
ভূমিকম্পের পরপর সুনামির আগাম সতর্কবার্তা জারি করলেও এখন সেই আশঙ্কা কেটে গেছে বলে জানানো হয়েছে। তবে কিছু কিছু এলাকায় সমুদ্রপৃষ্ঠের উঠানামা চলছে।
ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনির বাসিন্দারা সামাজিক যোগযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তা, ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি এবং সুপারমার্কেটের ভেতরের তছনছ হওয়ার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এ ছাড়া পূর্বাঞ্চলীয় গোরোকা শহরের একটি বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও জানালার কাচ ভেঙে পড়ার ভিডিও দেখা গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের লা ও মাদাং এলাকার স্থানীয়রা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এবারের ভূমিকম্প আগের ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল।
এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সেসময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এসএন