ঘুষের বিনিময়ে আইফোন ফেরত দিলো বানর
ছবি: সংগৃহীত
ছোটবেলায় বানরের টুপি চুরি করার গল্প তো সবাই পড়েছেন। এক টুপি বিক্রেতা ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। একটি টুপি মাথায় আর বাকি টুপি পাশে রেখে। ঘুম থেকে জেগে দেখেন মাথার একটি টুপি ছাড়া বাকি টুপি উধাও। মাথার উপরে তাকিয়ে দেখেন বানরেরা টুপি পরে বসে আছে।
অনেক কাকুতি, মিনতী করেও টুপি ফেরত পেতে ব্যর্থ হয়ে মাথার টুপি ছুড়ে ফেলে দিলেন। এটা দেখে বানরগুলো তাদের মাথার টুপি ছুড়ে ফেলে দিল। তখন টুপিওয়ালা টুপিগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেলেন। তবে আধুনিক যুগের বানর বেশ ধুরন্ধর ও চালাক। ঘুষ ছাড়া জিনিস হাতছাড়া করার মতো বোকামি তারা করে না!
৬ জানুয়ারি ভারতের বৃন্দাবনের শ্রী রঘুনাথজি মন্দিরে দুই চঞ্চল বানরের কীর্তি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। মন্দিরে আসা এক লোকের আইফোন চুরি করে নেয় তারা। আর আইফোন ফিরে পেতে যা করা হয়েছে, সেটি ছিল বেশ মজার। - খবর এনডিটিভি
ভিডিওতে দেখা যায়, একটি স্থাপনার দেয়ালের ওপর দুটি বানর বসে আছে। একটি বানরের হাতে আইফোন। এরই মধ্যে যে ব্যক্তির আইফোন, তাকে তা ফেরত পাইয়ে দিতে দেয়ালের নিচে জড়ো হয়েছেন অনেকেই। এরপর তারা বানরের দিকে ফলের রসের একটি বোতল ছুড়ে দেন। আর বানরটি এই বোতল ধরতে গিয়ে ছেড়ে দেয় আইফোনটি। ব্যস, কেল্লাফতে! কাজ হাসিল! নিচে পড়তে পড়তে একজন ধরে ফেলেন আইফোনটি।
ইনস্টাগ্রামে বিকাশ নামের এক ব্যক্তি সেই ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা। একটি ফ্রুটির বদলে আইফোন বিক্রি করে দিল।’
ভিডিওটি নিয়ে অনলাইনে বেশ মজা হচ্ছে। অনেকে বলছেন, বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে বানরেরা। কারণ, তারা খাবারের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসাতে ফোন ও চশমা চুরি করতে শিখেছে।
এক ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘একে বলে বিনিময়পদ্ধতি।’ আরেকজন লিখেছেন, ‘কীভাবে খাবার পাওয়া যাবে, সেই নতুন বুদ্ধি এঁটেছে বানরের দল।’
অন্য একজন লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা সেরা ব্যবসায়ী।’ কেউ কেউ বানরদের ‘চক্রান্তকারী’ ও ‘পেশাদার’ বলে মন্তব্য করেছেন।
কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন এক নারীর ফোন ছিনিয়ে নিয়েছিল একটি বানর। দুটি ফলের বিনিময়ে ওই নারী অবশ্য তা ফেরত পেয়েছিলেন।