ভারতে নির্মাণাধীন টানেলে ধস, আটকা ৪০ শ্রমিক
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন একটি টানেল ধসে অন্তত ৪০ শ্রমিক আটকা পড়েছেন। রোববার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ টানেলের ২০০ মিটার অংশ ভেঙে পড়ে।
রাজ্যের দুর্যোগ বিষয়ক কর্মকর্তা দুর্গেশ রাথোদি বলেন, কর্মীরা কাজে যাওয়ার সময় ওই ধসের ঘটনা ঘটে। এতে ৪০-৪১ জন শ্রমিক ভেতরে আটকা পড়েন। তাদের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
উত্তরকাশি ও যমনোত্রীর দুটি হিন্দু মন্দিরকে সংযুক্ত করতে সিল্কিয়ারা ও দান্দলগাঁওয়ের মধ্যে ৪.৫ কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করা হচ্ছে। উদ্ধারকারীদের প্রকাশিত ছবিতে দেখা যায়, কংক্রিটের বিশাল স্তূপে টানেলটি অবরুদ্ধ হয়ে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লিখেছেন, ভগবানের কাছে প্রার্থনা করুন। যাতে টানেলের ভেতরে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনা যায়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, কত সময়ে কাজ শেষ হবে বলা কঠিন। তবে তাদের নিরাপদে উদ্ধার করা যাবে বলে আশাবাদী। টানেলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় চারধাম সড়ক প্রকল্পের অংশ। যেটি দেশের সবচেয়ে জনপ্রিয় হিন্দু মন্দিরের পাশাপাশি চীনের সীমান্তবর্তী অঞ্চলের সাথে যোগাযোগ উন্নত করবে।
বড় অবকাঠামো নির্মাণের সময় ভারতে দুর্ঘটনা সাধারণ বিষয়। পরিবেশগতভাবে বিপর্যস্ত উত্তরাখণ্ডে এ বছরের জানুয়ারিতে আকস্মিক বন্যায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা সে সময় রাজ্যে আংশিকভাবে অতিরিক্ত উন্নয়ন এই বন্যায় হতাহতের পরিমাণ বাড়িয়েছে বলে মন্তব্য করেন।