চাঁদে অবতরণস্থলের 'শিবশক্তি' নাম রাখলেন নরেন্দ্র মোদী
চাঁদে অবতরণস্থলের নামকরণে নরেন্দ্র মোদি
ভারতের পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ বুধবার যখন চাঁদের মাটিতে সফল অবতরণ হয়, তখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। চন্দ্রযান-৩ যখন চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করে, তখন জোহানেসবার্গে বসে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন মোদি। সেখান থেকেই অনলাইনে চন্দ্র অভিযানের সাফল্য উদযাপন করেন ও অভিনন্দন জানান মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর বিজ্ঞানীদের।
শনিবার সকালেই বেঙ্গালুরু পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে ফিরেই ছুঁটে গেলেন চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা ইসরো বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে।
পরে অবতরণস্থলের নামকরণ করেন ‘শিবশক্তি’।
দুই দেশের সফর শেষ করে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে শনিবার সকালে বেঙ্গালুরু পৌঁছান মোদী। সকালে বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। মোদী বলেন, “জয় বিজ্ঞান জয় অনুসন্ধান।”
সেই সাথে ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গার নাম রাখলেন ‘তেরঙা’। এ ছাড়া চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ আগস্টকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবেও ঘোষণা করেন মোদি।
ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির শঙ্খধ্বনি শোনা যাচ্ছে।