তুরস্কে আবারও ভূমিকম্পে নিহত ১, আহত ৬৯
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। দেশটির দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে ১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬৯ জন। ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের তিন সপ্তাহ পর আবার সেই অঞ্চলটিকে আঘাত হানল ভূমিকম্প। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদের চেয়ারম্যান ইউনূস সেজের জানিয়েছেন, ‘আজকের ভূমিকম্পের কেন্দ্র ছিল মালাথিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহর।’
সংস্থাটি টুইটারে জানিয়েছে, ৬ ফেব্রুয়ারির ভয়াল ভূমিকম্পে এই শহরে ২৯টি ভবন ভেঙে পড়েছিল। অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো সেখানে কাজ করছে।
ইয়েসেলিরুতের মেয়র মেহমেত সিনার বলেছেন, এক বাবা ও তার মেয়ে তাদের জিনিসপত্রগুলো আনতে ভবনে ঢুকে সেখানে আটকা পড়েন।
এক ভিডিওতে দেখা গেছে, স্ট্রেচারে করে লোকটিকে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ও উদ্ধারকারী দলগুলো ভেঙে পড়া ভবনের মধ্যে তার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
আগের ভূমিকম্পে তুরস্কের যে ১১টি প্রদেশ আক্রান্ত হয়েছিল তার একটি মালাথিয়া। আর সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাহরামআনমারাস প্রদেশ। সেই ভূমিকম্পে ভেঙে পড়েছে বা প্রবলভাবে ধসে গেছে ১ লাখ ৬০ হাজারের বেশি ভবন। ৬ ফেব্রুয়ারির পর থেকে এই অঞ্চলে প্রায় ১০ হাজার ভূমিকম্পের পরবর্তী প্রাকৃতিক আঘাতগুলো এসেছে বলে জানিয়েছে আফাদ।
ওএফএস/