আরও ১ কোটি ডোজ ফাইজার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও এক কোটি ডোজ কোভিড-১৯ এর ফাইজার টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে দেওয়া দেশটির টিকা অনুদানের পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ ডোজ।
সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিকা অনুদান বাংলাদেশের শিক্ষার্থী এবং এখনো যারা প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় তাদের জন্য প্রাপ্তি সহজ হবে। তা ছাড়া অমিক্রণ থেকে সুরক্ষিত থাকতে ফাইজারের বুস্টার ডোজ দিতেও সক্ষম হবে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র থেকে আরও লাখ লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতির এই জোয়ার কমিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা প্রদানে আমাদের প্রচেষ্টার আরও জোরদার হচ্ছে। সবাই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে।
আরইউ/এমএমএ/
