বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত
চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১ হাজার ২৩ জন। এই সময়ের মধ্যে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৫ জন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে একদিনে মৃত্যু হয়েছিল ৮৫২ জনের। আর আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ২৫১ জনের। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে জাপান ও তৃতীয় অবস্থানে জার্মানি আছে। এ সময়ের মধ্যে জাপানে ২১৩ জন ও জার্মানিতে ১২৫ জন মারা গেছেন।
অপরদিকে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭৭২ জন। জাপানের পর দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬১ জন। আর তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এসআইএইচ