বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

করোনা: বেড়েছে শনাক্ত, ২৪ ঘণ্টায় আরও ১ মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ঢাকা বিভাগে ৬০ বছরের উর্ধ্বের ১ পুরুষের মৃত্যু হয়েছে।

যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩ জনে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।

এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৫২ জন এবং নারী ১০ হাজার ১১১ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫২টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৪২টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৫১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৭৯টি। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯১৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি।

/এএস

Header Ad
Header Ad

জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে খোলামেলা আলোচনা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, অগ্রগতি, এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাক্ষাতের সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনও আলোচনায় অংশ নেন।

সাক্ষাৎকারের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা। জামায়াত নেতৃবৃন্দ দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের ছয় দিন পর এবার সেই বেড়ায় খালি মদের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধা সত্ত্বেও তারা বোতল ঝোলাতে থাকে। এ ঘটনার ফলে সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দহগ্রামের সরকারপাড়া এলাকায় বাংলাদেশ-ভারত প্রধান ৪১ নম্বর পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের পর থেকেই বিএসএফ ভারী অস্ত্রসহ টহল জোরদার করেছে। সন্ধ্যার পর উচ্চক্ষমতাসম্পন্ন আলো ব্যবহার করে সীমান্ত নজরদারি করছে তারা। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, "কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকেই আমরা ভয় পাচ্ছি। এবার বোতল ঝুলিয়ে দেওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।"

কৃষক জমশের আলী বলেন, "কাঁটাতারের বেড়া স্থাপনের কারণে আমাদের মাঠে কাজ করতে অসুবিধা হচ্ছে। এখন আমাদের দাবি, এই এলাকায় অন্তত তিনটি বিজিবি ক্যাম্প স্থাপন করা হোক।"

৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন জানান, "বিএসএফ বোতল ঝুলিয়েছে যেন কেউ রাতের অন্ধকারে বেড়া তুলে নিয়ে না যায়। এটি নতুন কোনো স্থাপনা নয়, বরং তাদের নিরাপত্তার অংশ হিসেবে তারা এই ব্যবস্থা নিয়েছে।"

এর আগে গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ শূন্যরেখার প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া স্থাপন করেছিল। তখন বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এবার বোতল ঝুলানোর ঘটনায় সীমান্তের বাসিন্দারা আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

সীমান্তে এমন তৎপরতা বন্ধে স্থানীয়দের দাবি, বিজিবি তাদের কার্যক্রম জোরদার করে সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করুক।

Header Ad
Header Ad

নিলামে উঠছে আওয়ামী লীগ আমলের ৩০ এমপির বিলাসবহুল গাড়ি

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। আগামী ২১ জানুয়ারি এ সংক্রান্ত দরপত্র প্রকাশের প্রস্তুতি চলছে। কাস্টমস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী শুল্কসহ গাড়িগুলো ছাড়িয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দিলেও এখনো সাড়া পাওয়া যায়নি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের এসব এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করলেও সংসদ ভেঙে যাওয়ায় সেই সুবিধার শুল্ক আদায় করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, বন্দরের শেড খালি করার নির্দেশনার পর নৌ-উপদেষ্টার চাপের মুখে কাস্টমস কর্তৃপক্ষ সক্রিয় হয়। শেডে থাকা সাবেক ৩০ এমপির গাড়িসহ ১০৩টি গাড়ি ইনভেন্ট্রির পর আমদানিকারকদের নোটিশ দেয় কাস্টমস। এর মধ্যে ৩১টি গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নেওয়া হলেও ৩০ এমপির গাড়িসহ ৭২টি গাড়ি এখনও বন্দরেই রয়েছে।

কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেন জানান, "৩০ এমপির গাড়িসহ ৭২টি গাড়ির দর নির্ধারণের জন্য শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণের পর ২১ জানুয়ারি নিলামের দরপত্র প্রকাশ করা হবে।"

বন্দরে গাড়ি পড়ে থাকার পর নিলামের উদ্যোগ নিলে অনেক আমদানিকারক তড়িঘড়ি করে তাদের ৩১টি গাড়ি ছাড়িয়ে নেন। তবে সাবেক কোনো সংসদ সদস্য এখনো শুল্ক পরিশোধ করে গাড়ি ছাড়েননি।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সহ-সভাপতি ড. হাবিবুর রহমান খান জানান, "অনেক সময় গাড়ি এলেও প্রয়োজনীয় কাগজপত্র বিলম্বে পৌঁছায়। এছাড়া কাস্টমস ক্লিয়ারেন্সেও সময় লাগে। সবকিছু ঠিক হলে আমদানিকারকরা শুল্ক ও জরিমানা পরিশোধ করে গাড়ি ছাড়িয়ে নেন।"

তবে কাগজপত্রের অভাবই একমাত্র কারণ নয় বলে উল্লেখ করেন চট্টগ্রাম কাস্টম হাউজের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী। তিনি বলেন, "কিছু ক্ষেত্রে কাগজপত্রের জটিলতা এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেরি হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিকভাবে ফলোআপ করলে এসব জটিলতা দ্রুত সমাধান করা সম্ভব।"

কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, নিলামের মাধ্যমে শুল্ক আদায়ের পাশাপাশি বন্দরের শেড খালি করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ
নিলামে উঠছে আওয়ামী লীগ আমলের ৩০ এমপির বিলাসবহুল গাড়ি
ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান
ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন
সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল
বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
অনশনরত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
ছাগল মতিউরকে ধরা হয়েছে, অন্যদেরও খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪৫০ মেট্রিক টন চাল আমদানি
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল
মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা