করোনায় আরও ১৯০৭ মৃত্যু
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট লাখ ৩৫ হাজার ৩০৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সেরে উঠেছেন আট লাখ ৬০ হাজার ৫০৬ জন।
শনিবার (৩০ জুলাই) করোনার আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ১৭ হাজার ৫৭০ জন। শনাক্ত হয়েছে মোট ৫৮ কোটি আট লাখ ৩০ হাজার ১৫৩ জন। এ ছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে মোট ৫৫ কোটি আট লাখ দুই হাজার ৫১০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জাপানে, আর মৃত্যুর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
জাপানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই লাখ ৩০ হাজার ৫৫ জন এবং মারা গেছে ১১৬ জন। একই সময়ে করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৬ জনের এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৬১ জন।
এ ছাড়া ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৪ জনের ও শনাক্ত ৫৪ হাজার ৮৮ জন, ব্রাজিলে মৃত্যু ২২৮ জন ও শনাক্ত ৪২ হাজার ৮১৬ জন, অস্ট্রেলিয়ায় মৃত্যু ১৫৭ জন ও নতুন শনাক্ত ৪৫ হাজার ২৪৫ জন, মেক্সিকোয় মৃত্যু ১১৩ জন ও নতুন শনাক্ত রোগী ২৪ হাজার ৮৯৩ জন, স্পেনে মৃত্যু ১০৯ জন ও নতুন শনাক্ত সাত হাজার ৭৮৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আরএ/