করোনাভাইরাস
২৪ ঘণ্টায় কম পরীক্ষায় বেশি শনাক্ত
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা কমে এলেও বেড়েছে শনাক্তের হার। ৫ হাজারের কম নমুনা পরীক্ষায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৮১৪। শনাক্তের হার হচ্ছে ১৭ দশমিক ৪৭ শতাংশ।
রবিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের বয়স ছিল ৭০ বছরের বেশি। এদের একজন ঢাকা বিভাগের ও আরেকজন ময়মনসিংহ বিভাগের।
এদিকে আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৯। ওই সময়ে ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করে ৯৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। একই সময়ে মারা যায় ৩ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে কম নমুনা পরীক্ষা হলেও শনাক্তের হার বেড়েছে প্রায় দুই শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীসহ দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নতুন শনাক্ত ৮১৪ জনের মধ্যে ৫৭৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের মোট ২৯ জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৫ জেলায়। গত ২৪ ঘণ্টায় ৬৪ জেলার মধ্যে ২৫টি জেলায় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
এনএইচবি/এসজি/