দৃষ্টিনন্দন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ
রংপুরে রয়েছে দ্বীন ইসলাম প্রচারক মওলানা কেরামত আলী জৌনপুরীর (রহঃ) নাম অনুসারে কেরামতিয়া মসজিদ, কেন্দ্রীয় মডেল মসজিদ, কোর্ট মসজিদ, রাধাবল্লভ জামে মসজিদ, চারতলা মসজিদ, ভাঙা জামে মসজিদ, ঘোড়া পীর জামে মসজিদ, পাগলাপীর জামে মসজিদসহ রংপুরে দ্বীন ইসলাম প্রচারে অনেক সুফি-সাধক এসে তৈরি করেছেন অনেক প্রাচীন ও দৃষ্টিনন্দন আরও অনেক মসজিদ। নামাজের সময় হলেই চারিদিক থেকে ভেসে আসে আজানের ধ্বনি।
বর্তমানে ৫৫ বর্গ কিলোমিটার আয়তনের রংপুর নগরীতে ১ হাজার ৯০টি মসজিদ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আবুল কালাম। তিনি বলেন, অনেকেই ঢাকার পরপরই মসজিদের শহর হিসেবে বিভাগীয় নগরী রংপুরকে আখ্যায়িত করে থাকেন। এ ছাড়াও জেলার আট উপজেলায় রয়েছে ৬ হাজার ২২টি মসজিদ। এ সময়ের একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ।
জানা যায়, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ স্থাপিত হয়েছে প্রায় ৩৫ বছর আগে। প্রথমে টিনের বেড়া দিয়ে তৈরি হলেও পরে আধুনিক ভবন নির্মাণ করা হয়। মসজিদের প্রশস্ত সিঁড়ি দুটির নকশা এবং দুটি মিনারের নির্মাণ শৈলী মসজিদটিকে আরও আকষর্ণীয় করে তুলেছে। মসজিদের মেহরাব এবং সামনের দেয়ালে সোনালি রঙের টাইলস লাগানো রয়েছে।
মসজিদের নিচতলায় ১৫ কাতার, দ্বিতীয় তলায় ১৭ কাতার এবং বারান্দায় রয়েছে ৪ কাতার। প্রত্যেক কাতারে ৪০ জন করে মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের কাতারে দাঁড়িয়ে একসঙ্গে প্রায় ১৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের তিনটি ফটক রয়েছে। এর মধ্যে আল কোরআন সাদৃশ্যে নির্মিত প্রধান ফটক অনেক দূর থেকেই আকৃষ্ট করে মানুষকে।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খাদেম বাহার আলী জানান, মসজিদটি বাস টার্মিনালে হওয়ায় সব সময় লোকজন থাকে এবং সবসময় মসজিদটি খোলা থাকে। মসজিদের বারান্দায় যাত্রীদের নামাজ শেষে বিশ্রাম নিতে দেখা যায় প্রায় সময়।
যাত্রী আব্দুল মালেক বিশ্রাম নিচ্ছিলেন মসজিদের বারান্দায় বসে। তিনি বলেন, এক ঘণ্টা পর গাড়ি (বাস) ছাড়বে তাই মসজিদে নামাজ আদায় করে ঠান্ডা পরিবেশে বিশ্রাম নিচ্ছি।
এলাকার মুসল্লি আব্দুর সালাম জানান, ফজর ছাড়া প্রায় ৪ ওয়াক্ত নামাজ রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে আদায় করেন তিনি। নামাজ আদায় করতে এখানে অনেক মুসল্লি আসেন।
রাশেদ হেসেন রাব্বি নামে এক মুসল্লি জানান, মসজিদের কারু কাজে ভরা নির্মাণ শৈলী দেখে ভালোই লাগে। বিশেষ করে সিঁড়ি দুটি চমৎকার। দূর থেকে যেমন ভালো লাগে তেমনি কাছে এলে মন জুড়িয়ে যায়।
রংপুর কেন্দীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রশীদ বলেন, মসজিদের প্রতিষ্ঠার পরই এর সঙ্গে যুক্ত হই ইমাম হিসেবে। দীর্ঘ ৩৩ বছর ৩ মাস ধরে খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে অনেক মুসল্লি দূর-দূরান্তর থেকে নামাজ আদায় করতে আসেন।
এসএন