সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ইউটিউবের মাধ্যমে লাখপতি ববি শিক্ষার্থী হামীম

ইউটিউব ও ফেইসবুকে নানা বিষয় নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান হামীম হয়েছেন লাখপতি।

ইউটিউব থেকে গত পাঁচ বছরে ১৮ লাখ টাকা আয় করেছেন হামীম। বর্তমানে ফেসবুক ও ইউটিউবের ভিডিও কনটেন্ট থেকে তার মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি। তার ইউটিউবে সাবসক্রাইবার প্রায় সাড়ে পাঁচ লাখ। ভিডিও কনটেন্ট রয়েছে এক হাজার ৬০০। প্রতিদিনই একটা, দুটো ভিডিও কনটেন্ট আপলোড করেন তিনি। এ বছর ২৪ ফেব্রুয়ারি ফেসবুকেও ভিডিও কনটেন্ট শেয়ার শুরু করেন। সেখান থেকে মাসিক আয় প্রায় ৩০ হাজার টাকা।

বর্তমানে পরিবারের ত্রাণকর্তাও হামীম। কারণ পড়াশুনার পাশাপাশি নিজে সাবলম্বী হয়েছে, দাঁড়িয়েছেন পরিবারের পাশেও। একই কন্টেন্ট দিয়ে ফেসবুক ও ইউটিউবে ইনকামের সুযোগ রয়েছে। গত পাঁচ বছর ধরে পড়ালেখার পাশাপাশি ইউটিউবে কন্টেন্ট আপলোড করছেন তিনি। এখন পরিবারের শতভাগ খরচ ও নিজের খরচ বহন করছেন।

তিনি জানান, ২০১৭ সালের ১ আগস্ট। শেরে বাংলা হলের ডাইনিংয়ে দুপুরে খেতে বসে সহপাঠীর কাছ থেকে জানতে পারেন তাদের আরেক সহপাঠী ইউটিউব থেকে কিছু টাকা পেয়েছেন। এর আগেও শুনেছেন ইউটিউব থেকে টাকা আয় করা যায়। কিন্তু, বাস্তবে কোনো ধারণা ছিল না। নিজের রুমে এসে জানলেন, পাশের রুমের অন্য এক সহপাঠী শিমুলও ইউটিউবিং করে। তখনই তার কাছ থেকে সফটওয়ার নিয়ে কিছু কাজ শিখে নিলেন। ওই দিনই একটা ভিডিও বানিয়ে আপলোড করলেন। সেদিন থেকেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। টানা এক মাস ভিডিও বানালেন। প্রায় ৭০টি ভিডিও আপলোড করেও কোনো ভিউ নেই। বাড়ির সবাই বললেন, কী শুরু করেছিস, পড়ালেখা বাদ দিয়ে? মেহেদী তবুও কাজ চালিয়ে গেলেন।

হামীম জানান, ২ সেপ্টেম্বর কোরবানির ঈদের দিন নামাজ পড়ে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ভিডিও বানালেন। আপলোড করার পরে ভালো ভিউ আসতে থাকল। এক দিনে এক লাখের বেশি ভিউ হলো। পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভিডিও দিলে ভালো ভিউ আসত। ১০ হাজার ভিউ এর শর্ত পূর্ণ হলো (বর্তমানে চার হাজার ঘণ্টা ওয়াচটাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার)। ১৩ সেপ্টেম্বর দুপুরে মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে আবেদন করলেন। সন্ধ্যায় অনুমোদন পাওয়া গেল এবং আয় শুরু হয়ে গেল। ফ্রান্স থেকে বাড়িতে চিঠি এল ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য। জীবনের প্রথম আয় ১৩ হাজার টাকা হাতে পেলেন ওই বছরের ডিসেম্বর মাসে।

মেহেদী হাসান হামিম বলেন, 'ইউটিউব হলো ধৈর্যের পরীক্ষা। অন্যরা যেখানে বিকেলে সময় পেলে একটু ঘুরতে যায়, তখন আমি হলের বেলকনিতে বসে রেকর্ডিং করেছি, ভিডিও বানিয়েছি। আটজনের এক রুম যখন একটু ফাঁকা হবে, তখন আমি রেকর্ডিং করব, এ আশায় বসে থাকতাম। এভাবেই পথচলা শুরু। আমার ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ২০১৮ সালের ৯ আগস্ট ইউটিউব থেকে সিলভার প্লে বাটন ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি হাতে পাই।'

তিনি আরও বলেন, ইউটিউবিং এ কেউ আসতে চাইলে তাকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অন্যথায় সফলতা পাওয়া সম্ভব নয়। আর একবার সফলতা পেয়ে গেলে পরে একটু কম সময় দিলেও চলে।

মেহেদী হাসান নতুনদের উদ্দেশে বলেন, 'যারা ইউটিউবিং শুরু করতে চান তাদের বলব, আপনি যেটাতে দক্ষ, আপনার যেটা ভালো লাগে সারাদিন যেটা নিয়ে চিন্তা করতে পারবেন, বোরিং হবেন না সেটা নিয়েই কাজ করুন। কারণ নিজের উপযুক্ত জিনিস খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। কেউ ফুটবল খেলে ভালো সফলতা পেয়েছে, তাই বলে আপনিও ফুটবল খেলতে নেমে যাবেন না। আপনি হয়তো ভালো ক্রিকেট খেলেন, ওটা দিয়েই শুরু করুন। কেউ কেউ সফলতা পায় মাত্র এক মাসে বা তারও কম সময়ে। আবার কেউ পায় ছয় মাসে বা বছরে। আমার সফলতা এসেছে এক মাসে। এটা নির্ভর করে কাজ কতটা অনন্য, মান, ধারাবাহিকতার ওপর। তবে ধারাবাহিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর শতভাগ কপি, পেস্ট, শর্টকাট চিন্তা থাকলে কখনোই সফলতা আসবে না। তাই নিজের দক্ষতা, সৃজনশীলতা রয়েছে সে বিষয়েই কাজ করুন। লেগে থাকলে সফলতা আসবেই।'

এসএন

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় ও গেজেট প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার দুই বাসিন্দা এই নোটিশ পাঠান, যাতে ইশরাকের নামে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, গত ২৭ এপ্রিল (রোববার) এ নোটিশ পাঠানো হয়। তবে একই রাতে নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। ফলে এখন পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে তৎকালীন বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

নোটিশের পক্ষের দাবি:

- ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে দ্রুত রায় দিয়েছে।

- নির্বাচন কমিশন এ রায় চ্যালেঞ্জ করেনি, বরং গেজেট প্রকাশ করেছে।

- আইন উপদেষ্টার মতামতের জন্য অপেক্ষা না করে গেজেট প্রকাশ করা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশে কার্যকারিতা নেই, কারণ মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং পদটি অধ্যাদেশের মাধ্যমে ইতোমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছিল।

এই নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেন বরাবর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন