আরও ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি
নতুন করে সারাদেশে আরও ৭২ঘন্টার তাপদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাপদাহ।
এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার তাপদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।