আমার গানের দেশ আসলে বাংলাদেশ: কবীর সুমন
ভারতীয় উপমহাদেশের অন্যতম গীতিকবি, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক কবীর সুমন। ১৩ বছর পর বাংলাদেশে তিন দিন গান শোনাতে এসেছিলেন তিনি।
তার গানে মুগ্ধও হয়েছেন বাংলাদেশের শ্রোতারা। অনুষ্ঠান শেষে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সোমবার (২৪ অক্টোবর) কলকাতায় ফিরেছেন কবীর সুমন। দেশে পৌঁছেই সুমন মঙ্গলবার (২৫অক্টোবর) বাংলাদেশ নিয়ে মুগ্ধতা প্রকাশ করে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
কবীর সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘কলকাতায় যে অল্প ক’জন আমায় বাঁচিয়ে রাখেন তাঁদের অভাব অনুভব করেছি ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর। কিন্তু বাংলাদেশ ছেড়ে এসে আমার হৃদয় আমায় বলে দিচ্ছে আমার গান, আমার গানের সুর তাল ছন্দ লয় লিরিক গায়কি, আমার কীবোর্ডস বাজানোর দেশ আসলে বাংলাদেশ। সেখানেই আমি এই চলতি তিয়াত্তরে আমার শ্রোতাদের খুঁজে পেয়েছি। তারা আমার ধর্ম আমার ধর্মান্তরিত ধর্ম আমার রাজনৈতিক মতবাদের রঙ আমার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী নন। তারা আমার গানবাজনা শুনতে আগ্রহী।’
তিনি আরও লিখেছেন, ‘জীবনে প্রথম দেখলাম নানান বয়সের মানুষ দুলে দুলে আমার গান শুনছেন - একটি কথা নেই, কোথাও কোনো ফোন বেজে উঠছে না। জীবনে প্রথম মনে হলো এদের শোনানোর জন্যই আমার এখনো আরও রেয়াজ করতে হবে, শিখতে হবে, সৃষ্টি করতে হবে, শরীর ও কণ্ঠ ঠিক রাখতে হবে, কীবোর্ডসে দখল আরও বাড়াতে হবে, গান গাওয়ার ক্ষমতা আরও বাড়াতে হবে। বাংলাদেশ!’
উল্লেখ্য, কবীর সুমন শেষবারের মতো ঢাকায় এসেছিলেন ২০০৯ সালের অক্টোবরে। সেবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাধা পেয়ে কলকাতায় ফিরেছিলেন। মাঝে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশে আর কখনো আসবেন না। অবশেষ দীর্ঘ অভিমান ভেঙে এই অক্টোবরে ঢাকায় এসে তিন দিন গান শুনিয়ে গেলেন তিনি।
এএম/এমএমএ/