জামদানি শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরলেন জয়া আহসান
ছবি: সংগৃহীত
বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন এই অভিনেত্রী। প্রায় দিনই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন জয়া। এইতো, দিন কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে।
তার আজ শুক্রবার ( ২০ ডিসেম্বর) সকালে ক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। তার ফ্যান পেজের নতুন ছবিগুলো যেন রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে এই শীতকালে। ছবিগুলো তার ভক্ত অনুসারীরা ভীষণ পছন্দ করেছে। মাত্র এক ঘণ্টায় ১১ হাজার রিঅ্যাক্ট পড়ে এই পোস্টে। বয়ে যায় কমেন্টর বন্যা!
জয়া তার ছবির ক্যাপশনেও সে কথাই লিখেছেন। জয়ার ভাষ্য, তার এই নতুন ফটোশুটের আইডিয়া নেয়া হয়েছে ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি ভার্মার আইকনিক পেইন্টিং থেকে।
দুই বাংলার প্রিয় এই অভিনেত্রী বউ সেজেছেন, তবে আর সবার চেয়ে একেবারে ভিন্ন কায়দায়।
বলা বাহুল্য, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে যে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে, তাতে সন্দেহ নেই। সঙ্গে একঝাঁক সমালোচনা তো রয়েছেই।
নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘ওরে বাপ্রে! শীত সকালে আগুন ফায়ার সার্ভিস কই’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘এই বেডির এই বুইরা বয়স এ কি হইছে পাগল হইয়া গেছে নাকি’। আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘চন্দ্রমুখী আমি তো তোমার প্রণয়ে আসক্ত নই! তবে কি আমি তোমার আগুনে পুড়তে বসেছি??’
ফটোশুটের নেপথ্যে রয়েছে কলকাতাভিত্তিক ফটোগ্রাফার, রূপসজ্জাকর, ফ্যাশন ডিজাইনার ও স্টাইল ডিরেক্টর। গয়না থেকে শাড়ি সবটায় সেখানবার বিভিন্ন ব্র্যান্ডের।
জয়াকে দেখা যাচ্ছে একটি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়িতে। তার ওপর সোনালী জরি সুতার সাবেকী ডিজাইন।
হলুদ রঙের ব্লাউজে লক্ষ্নৌ ঘরানার ডিজাইন। গোল্ড প্লেটেড গয়নার সঙ্গে পার্লের মিশেল।
জয়া শুধু গলা আর কানেই গয়না পরেননি। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকি হাত পায়েও গয়না পরেছেন।
শাড়ি পরার স্টাইল, মেকাপ, ব্র্যাকগ্রাউন্ড হিসেবে আরও বাহারি কিছু শাড়ির ব্যবহার সব মিলিয়ে ছবিগুলো হয়ে উঠেছে মোহনীয়।