ফারুকীর কড়া প্রতিবাদ
রবিবার মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তা ভাইরাল হয়ে যায়। চিত্রনায়িকা মাহির সঙ্গে প্রকাশিত ওই ফোনালাপে প্রতিমন্ত্রীর কথোপকথন সহজভাবে নিতে পারছেন না দেশের শোবিজ অঙ্গনের মানুষেরা। বিষয়টি নিয়ে শোবিজে নানাভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনয়শিল্পী, গায়ক-গায়িকা ও নির্মাতারা। বিভিন্ন সময় প্রকাশিত প্রতিমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ করে তার মন্ত্রিত্ব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (৬ ডিসেম্বর) মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন। তার পরদিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন, যাতে তারা কারো সঙ্গে ব্যবহার খারাপ না করেন। তার পরদিন শুনলাম উনি রেপ করার থ্রেট দিচ্ছেন কাউকে। এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন?’
খ্যাতিমান এ নির্মাতা মনে করছেন, মন্ত্রিসভার অন্য সদস্যরা এখন মুরাদের সঙ্গে এক টেবিলে বসতে লজ্জাবোধ করবেন। এই ছোট্ট জীবনে আমার সুযোগ হয়েছে দু-একজন মন্ত্রী দেখার। আমি বিশ্বাস করি, তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক।
বিভিন্ন মাধ্যমে দিনভর প্রতিবাদের মধ্যে সোমবার রাতে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আগামীকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।