চলে গেলেন বলিউড অভিনেতা রমেশ দেও
প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা রমেশ দেও। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩।
অভিনেতা রমেশ দেও মোট ২৮৫টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে ‘আনন্দ’, ‘মেরে আপনে’, ‘আপ কি কসমে’ তার অভিনয় প্রশংসিত হয়েছিল সবচেয়ে বেশি।
পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের খুবই পছন্দের অভিনেতা ছিলেন তিনি। তাই তার পরিচালিত ছবিতে বার বার দেখা গিয়েছে রমেশ দেওকে। তবে শুধুই হিন্দি সিনেমা নয়, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ রমেশ দেও।
১৯২৯ সালে জন্ম হয় অভিনেতা রমেশ দেও-এর। ১৯৫১ সালে মারাঠি ছবি ‘পতলাচি’ থেকেই অভিনয় জীবনে পা রাখেন তিনি। তারপর ১৯৬২ সালে হিন্দি ছবি ‘আরতি’তে মীনা কুমারি, প্রদীপ কুমার ও অশোক কুমারের সঙ্গে কাজ করেন অভিনেতা। এরপর একে একে ‘খিলোনা’, ‘কোরা কাগজ’, ‘রামপুর কা লক্ষণে’র মতো ছবিতে অভিনয় করে নজর কাড়েন রমেশ দেও। অভিনয়ের জোরে পার্শ্ব চরিত্রে থেকেও আলাদা করে নজর কেড়েছিলেন রমেশ।
রমেশ দেও-এর মতোই তার দুই ছেলে অজিঙ্কে ও অভিনয় দেও সিনেমার সঙ্গে যুক্ত। অভিনয় দেওর পরিচালিত হিন্দি ছবি ‘দিল্লি বেলি’ বক্স অফিসে ঝড় তুলেছিল। অভিনেত্রী সীমা দেওকে বিয়ে করেন অভিনেতা রমেশ। সীমার সঙ্গেই বেশিরভাগ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রমেশ দেও। অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বলিউডে।
টিটি/