লাগাতার কর্মবিরতিতে উত্তাল এফডিসি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে এফডিসি। গতকাল ২৮ জানুয়ারি ছিলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠনের নেতাকর্মীরা। তাদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য জানান৷
তিনি আজ শনিবার বলেন, 'আমরা চলচ্চিত্রের মানুষ৷ চলচ্চিত্রের সবাই মিলেমিশে এখানে থাকি৷ সব নির্বাচন হয় উৎসব আমেজে। কিন্তু গেলো কয়েক বছর ধরে শিল্পী সমিতির নির্বাচনে বাড়াবাড়ি রকমের কিছু বিষয় দেখা গেছে। যার চূড়ান্ত সীমা লঙ্ঘন হয়েছে গতকালের নির্বাচনে। আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি৷ স্বরাষ্ট্রমন্ত্রী প্রবেশের আদেশ দিলেও সেটাতে বাগড়া দিয়েছেন এফডিসির এমডি ও শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন৷ এটা আমাদের জন্য অপমানের। তাই আমরা নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ, এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি দিয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি।
আগামীকাল সকালে আমরা ১৭ সংগঠনের সদস্যরা এফডিসির গেটের সামনে শুয়ে থাকবো। এফডিসির এমডির কুশপুত্তলিকা পুড়ানো হবে। এমডি এফডিসিতে ঢুকতে চাইলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে।'
তিনি আরও বলেন, 'আমরা পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্রের সবরকম কাজ থেকে আজীবন অবাঞ্চিত ঘোষণা করা হলো৷ আমরা টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সঙ্গেও কথা বলেছি৷ তারা আমাদের সাথে একাত্মতা জানিয়ে পীরজাদা হারুনকে নাটকের অভিনয়েও নিষিদ্ধ করবে। পাশাপাশি আমরা চাই শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে অনুষ্ঠিত হবে না। যেহেতু তাদের নির্বাচনে এত নিরাপত্তা লাগে, এত সমস্যা হয় তাহলে এখানে তাদের নির্বাচন না করাই ভালো।'
এদিকে এ আন্দোলনে একাত্মতা জানিয়ে শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, 'আমি যেহেতু সবেমাত্র নির্বাচিত হলাম তাই সাংগঠনিকভাবে কিছু বলতে পারি না। তবে পরিচালক ও প্রযোজক সমিতির সদস্য হিসেবে হিসেবে আমি তাদের সঙ্গে একমত হয়েছি। এফডিসির লোকদেরই যদি এফডিসিতে প্রবেশ করতে না দেয়া হয় তাহলে তো কষ্ট লাগবেই৷ আমি লজ্জা পেয়েছি ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র পরিচালক, প্রযোজক এসে ঘুরে ফিরে গেছেন। এটা আমাকে লজ্জা দিয়েছে। আমরা এমনটি আশা করিনি।'
এএম/