স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শিল্পীদের নির্বাচনে ১৭ সংগঠনের প্রবেশের অনুমতি
শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ নির্বাচন। আর এতে চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যদের প্রবেশ নিষিদ্ধ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা জারি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। নির্বাচনটি এফডিসির ভেতরেই হবে। এতে করে প্রথমবারের মতো একটি সংগঠনের নির্বাচনে অন্যদের প্রবেশাধিকার বন্ধ করা হয়। করোনার প্রকোপ বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নুজহাত ইয়াসমিন।
অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এফডিসিতে পরিচালক, প্রযোজকসহ ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশের অনুমতি মিলেছে। এই তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক এসএ হক অলিক। ২৭জানুয়ারি দিবাগত রাতে এই পরিচালক তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘ধন্যবাদ কাঞ্চন-নিপুন পরিষদকে, অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সকলের অংশগ্রহণে উৎসবমুখর হচ্ছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের নির্দেশে বিএফডিসি কর্তৃপক্ষ সকল সংগঠনের সদস্যদের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। এটা সম্ভব হয়েছে উপস্থিত পরিচালক, প্রযোজকদের প্রতিবাদ এবং কাঞ্চন-নিপুন পরিষদের আন্তরিক চেষ্টায়। "অভিনয় শিল্পীদের নির্বাচনে পরিচালক, প্রযোজকরা বিএফডিসিতে প্রবেশ করতে পারবে না" এটা খুবই অসম্মানের। চলচ্চিত্রে এরকম নেতৃত্বইতো প্রয়োজন।'
উল্লেখ্য, ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ইলিয়াস কাঞ্চন-নিপুন ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
এএম/এএস