মনের মতো জীবনসঙ্গী পেলেই বিয়ের সিদ্ধান্ত : বাঁধন

ছবি: সংগৃহীত
অভিনেত্রী আজমেরি হক বাঁধন মনের মত জীবনসঙ্গী খুঁজে পাননি বলে জানিয়েছেন। তাই বিয়ে নিয়ে তেমন ভাবনা নেই তার।
অভিনেত্রীর ভাষ্য, ‘আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝেমধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনো না।’

নিজেকে সিঙ্গেল মাদার দাবি করেন এই অভিনেত্রী। নিজের একমাত্র কন্যাকে নিয়ে মা-বাবার সঙ্গেই থাকছেন। জানান তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তার বিয়ে নিয়ে কথা হয় না। বাবা-মাও বিয়ের ব্যাপারে চাপ দেন না। বাঁধন বলেন, ‘আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনো দিনই কিছু বলেন না। তাঁরা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো নট শিওর ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।’

বাঁধন এই মুহুর্তে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এটি পরিচালনা করছেন সানী সানোয়ার। ১৮ ডিসেম্বর থেকে সিনেমাটির ময়মনসিংহে দ্বিতীয় ধাপের শুটিং চলছে। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, পূজা এগনেজ ক্রুজ, শরীফ সিরাজ, মাজনুন মিজান প্রমুখ।
