মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

প্রেম করেই বিয়ে করেছেন আয়মান-মুনজেরিন

বিয়ে করলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। ছবি সংগৃহিত

অবশেষে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদের বিয়ের খবর সত্যি হলো। দীর্ঘদিন সম্পর্কে থাকা এ জুটি বিয়ে নিয়ে কঠোর গোপনীয়তাই বজায় রাখতে চেয়েছেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে। ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন মুনজেরিন ও আয়মান।

 

 

আগামী ২৩ সেপ্টেম্বর হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এর আগে এমন একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতো দিন শোনা গিয়েছিল তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এবার সেটাই সত্য প্রমাণ করে বিয়ে করলেন শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলিব্রিটি শিক্ষক। অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই স্কুলের জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনিজেরিন শহীদ। শিক্ষামূলক কনটেন্ট নিয়ে তারা সেখানে প্রায়শই হাজির হন।

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায় হলেও বেড়ে ওঠা চট্টগ্রামে। অপরদিকে মুনজেরিন শহীদ চট্টগ্রামের মেয়ে। দুজনেই পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এরমধ্যে আয়মান আইবিএ থেকে বিবিএ শেষ করে ২০১৫ সালে “টেন মিনিট স্কুল” প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে গ্রহণ করেন “কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড”। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।

আর মুনজেরিন ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।

 

 

Header Ad
Header Ad

রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ আলী হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর রমনা থানার সহায়তায় শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল।

জানা যায়, আলী হায়দার রতনের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড়বাড়ি চর গ্রামে। তার পিতার নাম নুরুল ইসলাম। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগনে এবং ওই এলাকার আওয়ামীলীগ নেতা।

এছাড়াও শ্রীপুর থানায় জুলাই আন্দোলনের অন্তত ২টি হত্যা মামলার আসামি আলী হায়দার রতন। তিনি দীর্ঘদিন যাবত ফেরারি অবস্থায় শ্রীপুরের বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন বলে জানা যায়।

এদিকে, ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নিজ জেলায় পাঠানো হবে।

Header Ad
Header Ad

পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব এই মুহূর্তে বিভিন্ন সংকটের চাপে জর্জরিত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে; যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তব্যে দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজকের তরুণদের, যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে, আমাদের তাদের পেছনে ফেলে আসা উচিত নয়। আমি নিজেও, জনগণের অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের জন্য যুবসমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি দেখেছি।

এর আগে, কাতার পৌঁছালে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে গেছেন। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের ফ্রি-স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিলাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অথ্যয়নরত ছিলেন।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে রাতে কলাবাগানে হাতিরপুলরে ফ্রি-স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নাম্বার বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকত। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রঞ্জনের রুমমেট জাহিদ হাসান বলেন, সোমবার সন্ধ্যার পর বাসায় ফিরে এসে দেখি তার কোনো সাড়াশব্দ নাই, রুমের দরজা বন্ধ, ভেতর থেকে লক করা। এসময় কলাবাগান থানা পুলিশকে ট্রিপল নাইনে খবর দিলে পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পিনাক রঞ্জন মাস খানেক আগে থেকেই একটু ডিপ্রেশনে ছিলেন। চুপচাপ থাকতেন, কিছুই বলতেন না

নিহত পিলাক রঞ্জন সরকার ময়মনসিংহ জেলা সদরের টি এন রায় রোডের রঞ্জন সরকারের সন্তান। মা-বাবার তিন সন্তানের মধ্যে রঞ্জন সবার বড়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অবশেষে খুঁজে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার
পারভেজ হত্যায় ‘সম্পৃক্ত’ সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
বার্নলির মাঠে বর্ণবাদী আচরণের শিকার হলেন হামজা
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েট শিক্ষার্থীরা
পদ পেতে ‘স্ত্রীকে তালাক’, ছাত্রদল নেতাকে অব্যাহতি
রেলওয়ের ৫১৬ পদের নিয়োগ পরীক্ষা মে মাসে, নম্বর-সিলেবাস প্রকাশ
দুপুরে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
ঢাকার দুই সিটি একীভূত করার প্রস্তাব
নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ায় পার্থক্য বেশি না: নজরুল ইসলাম
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা