অর্ধাঙ্গিনী’ জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমা নিয়মতি কাজ করছেন করছেন তিনি। এবার কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় চলতি বছরের ২ জুন কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
২০১৯ সালের শুরু হয়েছিল এর শুটিং। অবশেষে সিনেমাটির মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় জানালেন জয়া আহসান নিজেই।
দুই নারীর জীবনের গল্প নিয়েই মূলত নির্মিত হয়েছে এই সিনেমা। যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। এতে আরও অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এ সিনেমায়। জানা গেছে, এখানে তাকে গায়কের ভূমিকায় দেখা যাবে।
প্রসঙ্গত, ‘বিজয়া’, ‘বিসর্জন’র পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারও কাজ করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া।
এএম/এমএমএ/
